রবিবার, ডিসেম্বর 3
Shadow

কিয়ামত কি ও কখন হবে? পর্ব ১

‘আপনিও হোন ইসলামের প্রচারক’। লেখাটি শেয়ার করুন বন্ধুদের সাথেঃ


This entry is part 1 of 9 in the series কিয়ামত

কিয়ামত কি????

কিয়ামত হচ্ছে যাবতীয় সৃষ্ট বস্তুর সর্বশেষ পরিণতি অর্থাৎ নিঃশেষ হয়ে যাওয়ার নাম। মানুষ, পৃথিবী ও সৌরজগতসহ সকল কিছুর মহা ধ্বংসকেই কিয়ামত বলে অভিহিত করা হয়েছে।

কিয়ামত কখন হবে?

কিয়ামত কখন হবে তা আল্লাহ ছাড়া কেউজানেনা। এ বিষয়টি নিয়ে লোকেরামহানবী(সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম)কে কিয়ামতের সময় সম্পর্কে প্রশ্ন করত।তিনি তাদের সংবাদ দিতেন যে আল্লাহ ব্যতিত কেউকিয়ামতের নির্দিষ্ট সময় সম্পর্কে অবগতনয়।

 

আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা বলেনঃ
“তারা তোমাকে জিজ্ঞাসা করে কিয়ামত কখনঘটবে। বল, এ বিষয়ের জ্ঞান শুধু আমারপ্রতিপালকেরই আছে। শুধু তিনিইযথাকালে তা প্রকাশকরবেন, তা আকাশমণ্ডলী ওপৃথিবীতে একটি ভয়ংকর ঘটনা হবে। হঠাত তোমাদের উপর আসবে। তুমি এবিষয়ে সবিশেষ অবহিতমনে করে তারা তোমাকে প্রশ্ন করে। বল এবিষয়ে জ্ঞান শুধু আল্লাহরই আছে, কিন্তুঅধিকাংশ লোক জানেনা।” (সুরা আ’রাফঃ১৮৭)

নবী সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামকে জিবরাঈল(আঃ)যখন প্রশ্নকরলেনঃ  কিয়ামত কখন হবে?

তিনি উত্তরদিলেন “এ ব্যাপারে যাকে প্রশ্নকরা হয়েছে শে প্রশ্নকারী অপেক্ষা বেশী অবগতনয়।”(সহিহ বুখারী,অধ্যায়ঃকিতাবুল ঈমান)
চলবে…

 

মূল লেখাঃ  (Najmul Hassan)

Series Navigationকিয়ামতের আলামত বা নিদর্শন সমূহ – কিয়ামত পর্ব ২। >>


‘আপনিও হোন ইসলামের প্রচারক’। লেখাটি শেয়ার করুন বন্ধুদের সাথেঃ

1 Comment

মন্তব্য করুন

Verified by MonsterInsights