ইসলামের কিছু সমস্যা আছে, সবাই তো অনেক ভালো ভালো কথা বলে, আসেন ইসলামের কিছু খারাপ দিকও জানি।
তবে সমস্যার কথা বলার আগে কিছু ইনফরমেশান দেই আপনাদের:
আমরা কি ধারনা করতে পারি পৃথিবীতে প্রতি বছর কি পরিমান টাকার মদ বিক্রী হয়? অনুমান?
বর্তমানে বাংলাদেশের দূর্নীতিবাজদের দূর্নীতি বোঝানোর একক হচ্ছে পদ্মা ব্রীজ, তবে পদ্মা ব্রীজ দিয়েও এই টাকার পরিমান বোঝানো কঠিন। এসবের পরিনাম বুঝতে হলে একক ধরতে হবে দেশের জিডিপি।
সমস্যা হল, এই মদ বিক্রীর কোন রিসেন্ট ভেলিড ডাটা টাকার অংকে পাইনাই, তাই ২০০৮ সালের ডাটা দিচ্ছি। তা ঐ ২০০৮ সালেই যে পরিমান মদ বিক্রী হয়েছিল তার পরিমান
১. পৃথিবীতে মাত্র ১ টি দেশের জিডিপির থেকে কম
২. বাংলাদেশের প্রায় সাড়ে ৯ বছরের জিডিপির সমান।
৩. নীচের দিক থেকে ধরলে ঐ টাকা প্রায় ১২২+ দেশের মিলিত জিডিপির সমান
টাকার অংকে বললে বলতে হয়, এই পরিমান হচ্ছেঃ
১১৬৩ বিলিয়ন ডলার (৯৩ লক্ষ ৪ হাজার কোটি টাকা) যার মধ্যে
বিয়ার ছিল প্রায় ৬০০ বিলিয়ন ডলার (http://
স্পিরিট ছিল প্রায় ২৯৯ বিলিয়ন এবং
ওয়াইন ছিল প্রায় ২০০ বিলিয়ন ডলার (http://www.iwsr.co.uk/)
এবার কিছু মশলাঃ
-সবচেয়ে বেশী মদ খাওয়া হয় ইউরোপে, এমনকি বিশ্বের প্রথম সারির সব প্রস্তুতকারীরাই হচ্ছে ইউরোপের।
-পশ্চিমে অনেক দেশে জনপ্রতি মদ গ্রহনের পরিমান কমছে-রাশিয়া (১৮ থেকে কমে ১৩.৫ লিটার জনপ্রতি)
-আর উলটা দিকে এশিয়াতে বাড়ছে(মফস্বল হইলে যা হয় আর কি), আর এইদিকেও আমাদের সেয়ানা দাদারা অনেক আগায়া আছেন। ভারতে প্রতি বছর জনপ্রতি মদের পরিমান বাড়ছে ১২-১৫%, এক পাঞ্জাবেই গত বছর বেড়েছে ৫৯%।
http://www.add-resources.org/
http://
-তার মানে ভারত ইতিমধ্যে কাস্টমারের খাতায় ঢুকে গেছে।
-জনপ্রতি মদ গেলার পরিমানের দিক দিয়ে সবচেয়ে নীচে আছে কোন দেশগুলো একটু দেখিঃ- প্রথম ১৩ টা দেশের সবগুলাই হল মুসলিম প্রধান দেশ যার মধ্যে বাংলাদেশ হচ্ছে ৮ নাম্বার। (http://en.wikipedia.org/wiki/
ওয়াও- বিশাল মার্কেট।
এর মধ্যে এক বাংলাদেশেই যে পরিমান মানুষ আছে তা দিয়ে ইউরোপের মেলা দেশ কাভার করা যাবে।
ঐ ৯৩ লক্ষ হাজার কোটি টাকার মাত্র ০.১% ও যদি ধরি তাও আসে ৯৩০০,০০০০,০০০ (নয় হাজার তিনশ কোটি)
এদের জ্বলুনী কি পরিমান সেটা বোঝার জন্য এন্টি-ইসলামিক পার্টি লিখে সার্চ দেন, দেখেন ইউরোপে কত রাজনৈতিক দল তৈরী হইছে যারা স্পেসিফিক ইসলামের বিরুদ্ধে নামছে। এদের কারা ফান্ডিং করে, কেন করে সেটা বুঝতে কি অনেক দূর যাওয়া লাগে?
আচ্ছা, ইসলামের সমস্যাটা বলা হয়্ নাই। সমস্যা হচ্ছে এই ধরনের একটা চরম ডিমান্ডের জিনিস ইসলামে নিষিদ্ধ। কেন নিষিদ্ধ? ইসলাম অনেক ব্যাক-ডেটেড তাই? নাহ, বরং এই কারনে যে এই এলকোহল-জনিত কারনে প্র্তি বছর পৃথিবীতে প্রায় ২৫ লাখ লোক মারা যায়। ( http://www.ncadd.org/
জ্বী, ইসলাম অনেক ব্যাক-ডেটেড তাই না?! আপনার বিবেক কি বলে?
— মূল লেখা – শাহান রেজা