
সূরা আল কাফিরুন অর্থ, নামকরণ, শানে নুযূল, পটভূমি ও বিষয়বস্তু
নামকরণ :
(আরবী ----------------------------) আয়াতে “ আল কাফিরূন ” শব্দ থেকেই এ সূরার নামকরণ করা হয়েছে।
নাযিলের সময়- কাল
হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ , হযরত হাসান বরসী ও ইকরামা বলেন , এটি মক্কী সূরা । হযরত আবদুল্লাহ ইবনে যুবাইর বলেন , মাদানী । অন্যদিকে হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস ও কাতাদাহ থেকে উভয় মতই উদ্ধৃত হয়েছে। অর্থাৎ তাঁরা একে মক্কী ও মাদানী উভয়ই বলেন। কিন্তু অধিকাংশ মুফাসসিরের মতে এটি মক্কী সূরা । তাছাড়া এর বিষয়বস্তুই এর মক্কী হবার কথা প্রমাণ করে।
ঐতিহাসিক পটভূমি
মক্কায় এমন এক যুগ ছিল যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইবসলামী দাওয়াতের বিরুদ্ধে কুরাইশদের মুশরিক সমাজে প্রচণ্ড বিরোধিতা শুরু হয়ে গিয়েছিল। কিন্তু রসূলুল্লাহ (সা) কোন না কোন প্রকার আপোস করতে উদ্বুদ্ধ করা যাবে বলে কুরাইশ সরদাররা মনে করতো। এ ব্যাপারে তারা তখনো নিরাশ হয়নি। এ জন্য তারা মাঝে মধ্যে তাঁর কাছে আপো...