শনিবার, এপ্রিল 27
Shadow

দোয়া মাছুরা বাংলা উচ্চারণ ও অর্থ।

‘আপনিও হোন ইসলামের প্রচারক’। লেখাটি শেয়ার করুন বন্ধুদের সাথেঃ


দোয়া মাসূরা

উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসী যুলমান কাসীরাওঁ ওয়ালা ইয়াগ ফিরুয যুনূবা ইল্লা আন্তা; ফাগফির লী মাগফিরাতাম মিন ইন্দিকা ওয়ার হামনী ইন্নাকা আন্তাল গফুরুর রাহীম। 

বাংলা অর্থঃ-হে আল্লাহ্‌! আমি আমার নিজ আত্মার উপর বড়ই অত্যাচার করেছি, গুনাহ মাফকারী একমাত্র আপনিই; অতএব আপনি আপনা হতেই আমাকে সম্পূর্ণ ক্ষমা করুন এবং আমার প্রতি দয়া করুন। নিশ্চয়ই আপনি ক্ষমাশীল দয়ালু।

ইংরেজি অর্থঃ-0′ Allah! I have tormented myself much. There is none but you to forgive the sins. Therefore you forgive all of my sins. And have pity on me! Certainly you are the Great Forgiver and Benevolent.  

নামাজে দোয়া মাসুরা না পড়লে…

জিজ্ঞাসা–৭৭৯: আসসালামুআলাইকুম। হযরত। তারাবির নামাযে মুসল্লিরা ইমামের তারাতারি করার কারণে দুয়ায়ে মাসুরা না পড়তে পারলে নামাযের কোন ক্ষতি হবে?–মো:মাহদী হাসান।

জবাব: 

শুধুমাত্র তাশাহহুদ পড়ে সালাম ফিরালেই নামায হবে। তবে দরুদ ও দোয়া মাসুরা পড়া সুন্নত। এটা ত্যাগ করা ঠিক নয়।

উত্তর দিয়েছেন
মাওলানা উমায়ের কোব্বাদী



‘আপনিও হোন ইসলামের প্রচারক’। লেখাটি শেয়ার করুন বন্ধুদের সাথেঃ

মন্তব্য করুন

Verified by MonsterInsights